ব্যারিকেড

-অশোক কুমার পাইক

≈≈≈≈≈≈≈≈≈≈≈

বিপন্ন বিশ্বে নিয়ত গোপন কান্না শুনি

আমরা দরদীরা মানবতার জাল বুনি,

সেই জালেতে জড়িয়ে মরে বিশ্ববাসী

বিপদ পরিত্রানে আশঙ্কায় দিন গুনি l

তোমার আমার যত লক্ষ কবর খোঁড়া,

নিস্তার নেই দুর্ভাবনায় ক্লেদ পথে ঘোরা,

মানুষের ভীড়ে তুমি যে মুক্ত নহে দেশে

মানবতার কোটি কঙ্কাল দেখছি মোরা l

আমরা কেউ নই স্বতন্ত্র নিয়ন্ত্রণে বাঁধা

বাবুদের বোঝা বহন করি নিশ্চুপ গাধা ;

আমাদের ছাড়পত্র নেই কোন বিচরণে–

শোষণ ও নিষ্পেষণে ব্যারিকেড ফাঁদা l

মহামানবের জন্মলগ্নতেই মৃত্যু ঘটেছে

প্রতিবাদের মুখরা বদন বেপথে হটেছে

অভুক্ত ভোগের সামগ্রী হয় কাড়াকাড়ি

বিষাক্ত পোকারাই দেশে ভীষণ চটেছে l

কাগুজে টাকা নিষ্ঠুর,গরীবের হাতে নেই,

ঠকবাজদের হাতে ঘোরে, নাচে ধেই ধেই,

ওই টাকা গচ্ছিত সিন্ধুকে বোবার মতন

অনন্তকাল প্রতিবাদহীন ভগ্ন ডানা সেই l

হায় রে দেশবাসী ভূখা মিছিলের স্বাদে —

আকৃষ্ট করেছ মন লক্ষ দেনা ঐ কাঁধে,

জীবন পারাবারের রাস্তায় বসে কাঁদো

ওরা চড়ে দামী গাড়ি,অট্টালিকা বাঁধে l

বিপন্নতার মিছিল হয়নি কখনো এদেশে

বিপ্লব আর বিদ্রোহ দু’ভাগে গেছে ভেসে,

আজন্ম শয্যা আঁকড়ে বাঁচবার প্রবণতা,

তাই খুরধার নায়করা সুবিধা নেয় শেষে l

দু’চোখে স্বপ্নহারা কান্না, আর দীর্ঘশ্বাস,

প্রবঞ্চনার দায়ে কাদের করবে উপহাস ?

প্রতিবাদহীন ব্যারিকেডে বন্দী নিম্নবিত্ত

স্বপ্নহীন কুঁড়ে ঘরে তাই নির্মম পরিহাস !

≈≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের আত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে l

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*