জঙ্গলে ওরা
-পুষ্পিকা সমাদ্দার
≅≅≅≅≅≅≅≅≅≅≅
জঙ্গলের জীবনে সবুজ দেয় হাতছানি,
বন্যপ্রাণীর আওয়াজ শোনায় করুণ বাণী।
সবুজের ঘেরাটোপে নিস্তব্ধ পরিবেশ,
অবলোকনে মনে আসে নিদারুণ আবেশ।
শিথিলতা চারিধারে শান্ত এখানে প্রকৃতি,
দু-ধারে দাঁড়িয়ে রয়েছে মস্ত মস্ত বনবীথি
জীবনের চাহিদা এখানে ওরা মেটাবে কীরূপ,
শাল শিমুল মহুয়া এখানে দাঁড়িয়ে নিঃচুপ
প্রকৃতি এখানে যে বড়োই মধুময়,
জঙ্গলী ফুলের সুরভী বাতাসে ছায়।
জীবিকা নিবারণের তরে ব্যস্ত এখানের মানুষজন,
কান্তারের নিস্তব্ধতা চারিধারে কেবল ধূ-ধূ বন।
জঙ্গলের অভ্যন্তরে শোনা যায় শুকনো পাতার ধ্বনি,
পথচলা গ্রাম্য মানুষেরা এখানে করেনা হানাহানি।
সুখে দিন কাটাতে চায় তারা এই সুন্দর পরিবেশে
জঙ্গলের জীবনে সত্যি কি তাদের সুখ আসে?
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি-পরিচিতি–
সমাদ্দার কলকাতা নাকতলা অঞ্চলে নিবাস লেখালেখি সঙ্গীত চর্চা ও সমাজসেবা মূলক কাজের সনে নিযুক্ত,শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজারে স্কুল কলেজ শেষ করে বিবাহসুত্রে এখন কলকাতার নিবাসী, সাহিত্যের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছে কবিতা পড়তে লিখতে ভীষণ পছন্দ করি।