আমি চাঁদ, লিখে ফেলি সব
-আবুল হাসমত আলী
≅≅≅≅≅≅≅≅≅
তুমি কে গো বসে আছো উন্মুক্ত বায়ুতে,
সবুজ মাঠে একাকী আছো ফোন হাতে?
ফোনালাপে তুমি কার সাথে ব্যস্ত আছো?
আলাপন চলছে বেশ দেখি অবিরত।
দেখি যে ছাদের পরে বহু ক্রস দূরে,
একজন তোমার সাথে বাক্যালাপ করে।
শুনছি কথা সাধারণ তথ্যে পরিপূর্ণ,
তথাপি কি আকর্ষণ সেথা আছে যেন।
সবুজ ঘাসের মাঠ কালো হয়ে আসছে,
আকাশে মনি মানিক্য চমকিত হচ্ছে।
আমি চাঁদ তোমাদের দিকে আছি চেয়ে,
তুমি রয়েছো প্রান্তরে, অন্যজন ছাদে।
তুমি তো মাঠের মধ্যে দৃষ্টি মোর দিকে,
তুমি কি আমার কথা বলে দিলে ওকে?
আমি তোমাদের দিকে তাকিয়ে রয়েছি
তা ও জেনেছে নিশ্চয় মোর উপস্থিতি।
তোমাদের মুখগুলো দেখাচ্ছে উজ্জ্বল,
এ মধুর দৃশ্য দেখি যে বড্ড বিরল।
তোমাদের দেখে মোর এলো কবি ভাব,
আবেগময় আমি, চাঁদ_ লিখে ফেলি সব।
≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।