ঝরা পাতা
-আজিজ উন নেসা
∞∞∞∞∞∞∞∞∞
দ্বিপ্রাহরিক ঘুম ছেড়ে দাঁড়িয়ে আছি বারান্দায় অক্টোবরের হালকা হাওয়ায়
পিচ রাস্তায় ঘষা খেতে খেতে উড়ে যাওয়া ঝরা পাতার মর্মর আওয়াজ
নিচের দিকে হঠাৎ দৃষ্টি চলে যায়
ঝরা পাতার ঠিকানা মুহূর্তে মুহূর্তে পাল্টায়
মর্মর ধ্বনিতে সে যেন কিছু বলে যায়
গত বসন্তে তখন সবে নতুন কিশালয়
কচি সবুজ চোখে পৃথিবী দেখলাম
দিন যায় ঘুমিয়ে দেয়ালায়
চোখ মেলে তাকানো, হাসি, উল্লাস
এক এক করে ঋতু পার হয়ে যায়
গরমের নিদাঘ দাবাদহ
তারপর বর্ষার এক পশলা বৃষ্টি
আমি বড় হলাম, আরো বড়
দীপাবলি আসার অপেক্ষায়
শীতের হিমেল হাওয়া স্পর্শ করে যায়
পাতার রং সবুজ থেকে হলুদে পাল্টায়
পাতার সঙ্গে গাছের গায়ের সম্পর্ক,
গাছের শিকড়ের সঙ্গে সম্পর্ক
শেকড়ের সঙ্গে মাটির সম্পর্ক
আস্তে আস্তে যেন সব আলগা হয়ে যায়
একদিন সব সম্পর্ক ছিন্ন করে
ভালোবাসাহীন জীবনটা ঠিকানা বিহীন হয়ে যায়
পর্ণমোচী পাতা, পর্ণমোচী সুখ
যাওয়ার সময় সে যেন বলে গেল
আমি বসন্ত দেখতে চাই
যেমন করে সন্দীপ সুলগ্নাকে বলেছিল-
“বসন্তের স্বপ্ন দেখিয়ে ছেড়ে যেও না আমায়
আমি বাঁচতে চাই, আমি স্বপ্ন দেখতে চাই।”
∞∞∞∞∞∞∞∞∞
লেখিকা পরিচিতি:-
জন্ম- লেখিকা আজিজ উন নেসার জন্ম অধুনা পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর শহরে ৪ঠা ডিসেম্বর ১৯৭২ সালে।
পিতা – মোল্লা গোলাম কিবরিয়া (প্রয়াত) মাতা- আক্তারি বেগম শিক্ষা- কনিষ্ক রোড ডি.এস.পি প্রাইমারি স্কুল, আকবর রোড ডি.এস.পি গার্লস হাই স্কুল, সেন্ট পলস রোড ডিএসপি গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে পাস করে, অধুনা এন.আই.টি দুর্গাপুর থেকে বি.ই. ও এম.টেক। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে থাকলেও লেখালেখির সূত্রপাত সেই স্কুল জীবন থেকেই শুরু। লেখালেখি- বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, নিজস্ব ফেসবুক টাইমলাইনে,ব্লক সাইট ইত্যাদি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম। বই- “নিজেকে খুঁজে পাওয়া”(২০২২) এবং অন্যান্য বিভিন্ন যৌথ সংকলন বই