বিহঙ্গী

-অমলেশ মাইতি

≈≈≈≈≈≈≈≈≈

আঁখির পলকে নেমেছে আঁধার

ঘুচিলো সবই আলোক দ্বার,

ওহে বিহঙ্গী’ নিঃস্ব সবই

বন্দী আমি অন্ধ কারাগার৷

হৃদয় আঙিনায় উঠিছে ঢেউ

কণ্ঠ রোধ অমৃত বলন,

তুমি বিহনে একাকী প্রহর

থমকে গেল পথের চলন৷

শব্দেরা আজ নিয়েছি ছুটি

বাঁধন সবি গেছে টুঁটি,

নিরব আঁখিতে দেখছি শুধু

থমকে গেছে মধুর গীতি৷

শান্ত হৃদয়ে ক্লান্তি নামিলো

থরো থরো কাঁপনে,

শ্রাবণ প্রবল অশ্রু ধারা

ঝড়িয়াছে আজি কুন্ঠ নয়নে৷

নিন্দার কাঁটা বিধিল গায়ে

ওহে বিহঙ্গী’ বিহঙ্গী মোর,

শুধাও’ আমার কি অপরাধ?

বঞ্চিত হলাম সর্ব অধিকার৷

≈≈≈≈≈≈≈≈≈

পরিচিতি –

নাম -অমলেশ মাইতি, পিতা -বিবেকানন্দ মাইতি, মাতা- ৺কল্পনা মাইতি. জন্ম- ১৯৯৮ সাল১৪ ই জুন সুন্দরবন অত্যন্ত দরিদ্র গ্রাম রাখালপুর জেলা দক্ষিণ ২৪ পরগনায় জন্ম আমার ছোটবেলা থেকে লেখার প্রতি আগ্রহী ছিলাম পত্রিকা, ম্যাগাজিন এবং ফেসবুক গ্রুপে লেখালেখি করে এসেছি দীর্ঘ বছর৷

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*