ভাব বিলাসী
-কাজী সেলিনা মমতাজ শেলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅
ভাব বিলাসী ময়ূরপঙ্খি, কল্পনায়ও বিচরণ করতে চায়,
মেঘলা দিনে পেখম খুলে নাচতে চায় সাধের নূপুর পায়।
মেঘলা দিনে শীতল স্পর্শে কত না ছন্দে এ ময়ূর রচিত,
ছন্দময় ময়ূর নাচে, মেঘলা আকাশ যখন থাকে উন্মুক্ত।
উন্মুক্ত খোলা আকাশের নিচে, ময়ূর নাচে পেখম খুলে,
বিলাসী প্রকৃতি ময়ূরের নাচ দেখে যায় সব ব্যথা ভুলে।
সাদা ময়ূর কিংবা রঙিন পেখম, তার যেন উজ্জ্বল রহে,
শুধু নির্জনে প্রকৃতির ধ্যানে আপন মহিমা অন্তরে বহে।
মনের রাজ্যে সুখ রথে সে যেন থাকে আপনার আনন্দে,
সেই সাথে বক্ষ চিরে মেঘলা আকাশ আনন্দ দেয় ছন্দে,
কোন সুদূরে রূপে রূপে নাচে এ ময়ূর কোন অভিসারে।
অচেনা বিকাল মেঘলা আকাশ চেয়ে চেয়ে দেখে তারে,
ঘুম ভাঙ্গা প্রভাত, কুঞ্জে কুঞ্জে মেঘের ছায়াতে নাচে।
মেঘ বিলাসী মেঘের ছায়া যেন আসে ময়ূরের কাছে,
বসন্ত শরৎ ময়ূরের পেখমে আছে যেন নবীন লাবণ্য।
সেই চির লাবণ্য আনন্দ হিল্লোলে, প্রকৃতিও যেন ধন্য
শিয়রে মেঘলা আকাশ, স্বপ্ন দেখেছে ময়ূর তার নাচ।
চারিদিকে যেন ছড়িয়ে আছে সুরের বীণা রঙিন কাচ।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা
বাংলাদেশ