পালের গোদা
-বিনয় জানা
≈≈≈≈≈≈≈≈≈≈≈
পাখির রব উঠোন জুড়ে
সূর্য ছড়ায় আলো;
রোদের সাথে সকাল এসে
ঘুচায় আঁধার কালো!
কেউ গৈরিক কেউ সবুজ
রঙের খেলায় মাতি;
কেউ আবার চোখ থাকতে
হারাই চোখের জ্যোতি!
পরজীবী ঐ পালের গোদা
স্বপ্ন দেখায় সবে!
নাম বদলের উন্নয়নে
ধর্ম রক্ষা হবে!
মন্দির আর মসজিদের
জিগির তুলে দিয়ে;
মজা লুটছে পালের গোদা
রাম রহিমে লড়িয়ে!
চোর গুলো সব ঢুকে পড়ে
সাধু হবার মেসিনে;
বেশ বদলে গিরগিটি হয়ে
ঠকায় মিথ্যা ভাষণে!
≈≈≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি:
নাম: বিনয় জানা ঠিকানা: গ্রাম: বাড়সুন্দ্রা , পোস্ট: ঈশ্বরদহ, জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ পিন: ৭২১৬৫৪ প্রাক্তন উপ-প্রবন্ধক (সংরক্ষা বিভাগ), NTPC, KhSTPS, Kahalgaon, Bhagalpur, BIHAR. বর্তমানে অবসর প্রাপ্ত, গৃহবাসি। সাহিত্যের একনিষ্ঠ পাঠক। মূলত: কবিতার পাঠক।
তারপর, ক্ষুদ্র জীবনে দীর্ঘ পথ চলতে চলতে বিভিন্ন সময়ে যা যা সঞ্চয় করতে পেরেছিলাম ও পারছি; সেই সব সঞ্চয় নিজের মতো করে কবিতার ভাষায় লিখে সবার সামনে নিবেদন করি। সবার ভালো লাগলে আনন্দিত হই।