কলমের স্বাভিমান
-দেবব্রত মাজী
♦♦♦♦♦♦♦♦♦♦♦
নূতন শব্দ দেখলো বাংলার অভিধান,
রইলো পড়ে পাহাড়ের মত অভিমান।
গিনেস বুক নিলো আপন করে,
আঙুল তুলে বঙ্গ পড়লো সরে।
সামনে আনলে তিন নায়কের কলঙ্ক,
ভাবলো সবাই সমাজকে করেছে উলঙ্গ!
রাখতে শেখালে উচ্চ যেথা শির,
হারিয়ে যেওনা যতই হোক ভিড়।
সাদা কাগজ ও কলম আছে হাতে,
অন্ন নিশ্চয়ই পড়বে ঠিক পাতে।
♦♦♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি:
দুই বাংলার বিশিষ্ঠ কবি/লেখক দেবব্রত মাজী অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ৪৬তম কোলকাতা আন্তর্জাতিক বই মেলায় ৬০টির অধিক সংকলনে নিজেকে তুলে ধরেন। এখন সংখ্যাটা ১৩০ ছুঁয়ে ফেলেছেন। অনলাইন থেকে ৪৮০০ টির বেশী সন্মাননা পেয়েছেন। তিনি ভারত গৌরব সন্তান সন্মাননা, আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংহতি সন্মান, দুই বাংলার কবিরত্ন সন্মান, শরৎ সাহিত্য রত্ন সন্মান এবং বাংলার শিক্ষা গৌরব সম্মানে সম্মানিত। কর্মজীবনে ৬০টি সন্মাননার মধ্যে ছয়টি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও আছে। সম্প্রতি আলোর দিশা সাহিত্য পত্রিকার বার্ষিক ২০২৩ অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেছেন।