সিমু নদী
-পলাশ বরণ দাশ
≅≅≅≅≅≅≅≅≅≅≅
সিমু নদী আজ
বুকে বয়ে যাও
ঢেউ তুলে মনে
সাথে মোরে নাও।
যেতে নাহি পারি
নাই মোর সাধ্য
বসে আছি তীরে
তোর প্রেমে বাধ্য।
তুই বিনে মোর
আর কিছু নাই
যতো দূরে যায়
তবু তোকে চাই।
তোর কাছে এলে
মনে জাগে সুখ
তোর ছবি আঁকি
দেখে রূপ মুখ।
নদী তীরে বসে
ভাবি শুধু একা
সিমু নদী ছাড়া
সব কিছু ফাঁকা।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
কবি – পলাশ বরণ দাশ ( শিক্ষক )
মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, ৮ নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।
কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে আহ্বান জানান।