শীতল হিয়া
-মধুরীমা
≡≡≡≡≡≡≡≡≡
কুয়াশার ভোরে, ভেজা শিশিরে
আভাতে মন জুড়ায়,
মিষ্টি রোদের, উষ্ণ ছোয়াতে
তোমাকে মনে পড়ে যায়।
আধো আলো বিভীষিকা
ভাবে মন একা একা
কেউ কি কেড়েছে এ হৃদয়,,?
অগোচরে, আনমনে
আমারি গোপনে
পরশ মেখেছে কি কায়ায়?
সময়ের স্রোত টানে
বেলা বয় অভিমানে
কি যেন পিছু ফিরে চায়!
অজান্তে, অকারন
অবেলায় সারাক্ষন
ভাবনা মনেতে লুটায়।
আলতো ভেজা ঘাসে
আনন্দ উল্লাসে
ঘাস ফড়িং হয়েছে এ মন,
কুয়াশার বৃষ্টিতে
অবাক দৃষ্টিতে
হিয়ায় শীতল বর্ষন।
≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি-
নামঃ মধুরীমা
ধর্মঃ ইসলাম
পেশাঃ গৃহিনী এবং লেখালেখি
শিক্ষাগত যোগ্যতাঃ মাষ্টার্স
স্থায়ী ঠিকানাঃ খুলনা।