আমি কবিতা লিখতে চাইনি
-অভিজিৎ হালদার
≈≈≈≈≈≈≈≈≈≈
আমি কবিতা লিখতে চাইনি
লিখতে চাইনি কোনো উপন্যাস,
আমি একদিন একটি কবিতা লিখেছিলাম
যা ছিল আকাশের সমান
সাগর নদী মরু পাহাড়
ঝরে পড়েছিল সেদিন
সমাপ্ত হৃদয়ের বামপাশে।
আমি কবিতা লিখতে চাইনি
তবুও একটি মাত্র কবিতা লিখেছিলাম
বিপন্ন বিষাক্ত সাপের বিষ দিয়ে।
বর্ধিষ্ণু হৃদয়ের ডানপাশ হতে
কেবলি বেড়ে উঠছে সমাজ।
আমি কবিতা লিখতে চাইনি
লিখতে চাইনি কোনো উপন্যাস,
তবুও একটি মাত্র কবিতা লিখেছিলাম
বিদেশি শাসনের ভিতকে নাড়িয়ে।
বিক্ষুব্ধ গতির দারুচিনি গাছ
বর্ণনা দিয়েছিল শাসনের দেশ ত্যাগ।
অজস্র জন্ম ধরে আমি স্থির ছিলাম
স্থির ছিলাম দাঁড়িয়ে থাকা পিরামিডের মতো
জীর্ণ ডায়েরির পাতাও সেদিন
শব্দ খুঁজে ছিল চূর্ণ -বিচূর্ণ অট্টালিকায়।।
≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার, মাতা:- আরতি হালদার ,শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)