সতত বিক্ষত হয়ে আছি বেশ
-রানা জামান
≈≈≈≈≈≈≈≈≈
তোরাই সানাই বাজিয়ে যা ইচ্ছেমতো অহোরাত্র
আমার হৃদয়ে ক্যান্ভাস অসিত
তোরা চেষ্টা করে দেখেছিস কালোতে ঢুকে না ভিন্ন রং
চোরাবালি খেয়ে নিচ্ছে কবিতার ছন্দ
নির্ঘুম চব্বিশ ঘণ্টায় বিদীর্ণ আয়নায় নদীর ভাঙন
চব্বিশ বছর ধরে ফেলে যাচ্ছি ভাঙা টুকরো
ফিনিক্স পাখির চরিত্র জড়িয়ে আষ্টেপৃষ্টে
তোরা জানিস রে হৃদয়ের ক্ষত বাড়িচ্ছে কিভাবে
একটু ভালো লাগে কোজাগর চাঁদে বন
এবড়োখেবড়ো ভূমি আমার মতোন
ঝিঁঝিঁ গুলো জন্মে আমার অস্তিত্ব থেকে
তোরা ভেতরের অনেক কিছুই জানিস না
এখনো আমার পার্সে আছে সেই ছবির নির্যাস
আছি বেচেঁবর্তে স্মৃতির দংশনে
তোরা মৌজে থাক পরিজন নিয়ে
সতত বিক্ষত হয়ে আছি বেশ বিচূর্ণ দর্পণে।
≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি-
মোঃ সামছুজ্জামান ভূইয়া অতিরিক্ত সচিব হিসেবে ২০১৯-এ অবসরে গিয়েছেন। রানা জামান নামে লেখালেখি করছেন। বাল্যকাল হতেই লিখছেন তিনি। প্রথম কবিতার বই-এর প্রকাশ ১৯৯৯ খৃস্টাব্দে। এ পর্যন্ত ৯৭টি বই বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। কলকাতা থেকেও দুটো বই প্রকাশিত হয়েছে।
নিজ জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ। জন্ম সাল ১৯৬০।
ছোট গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, ইত্যাদি সাহিত্যের সকল ক্ষেত্রে অবাধ বিচরণ লেখকের। দুটো প্রবন্ধের বই-ও প্রকাশিত হয়েছে। ২০২১ খৃস্টাব্দে পরমাণু কবিতার বই ‘ঝিনুকে শুনি সমুদ্রের গর্জন’ এবং ২০২৩ খৃস্টাব্দে মুক্তিযুদ্ধ নিয়ে গল্প সংকলন ‘নেপথ্য কাহিনি’ প্রকাশিত হয়েছে কলকাতা থেকে।
তিনি ইংরেজিতেও কবিতা রচনা করছেন। ইতোমধ্যে দুটো বই প্রকাশিত হয়েছে। এই দুটি বইয়ের নাম Lost Love ও Twinking Rhymes।
বিভিন্ন দেশের Anthology-তে লেখকের ইংরেজি কবিতা প্রকাশিত হয়েছে। সেগুলোর কয়েকটির নাম:
1.Friendwood Library; 2.Parrot; 3.Be.Literate; 4.OPA; 5.Soflay; 6.Red door Magazine;7.Sweetycat;8. Dash; 9.Hunger; 10.Mothers Embrace; 11.Woman Anthology; 12.ShadowKraft; etc.
চ) সম্মাননা/পুরস্কার: ১) ২০২০ খৃস্টাব্দে ত্রৈমাসিক দিগন্ত সাহিত্য পুরস্কার- কবি হিসেবে
২) ২০২১ খৃস্টাব্দে কলকাতার যুথিকা সাহিত্য পত্রিকা কর্তৃক পরমাণু কাব্য সারথি উপাধি প্রদান করা হয়েছে।
৩) ২০২৩ খৃস্টাব্দে দৈনিক বাঙালির কণ্ঠ পুরস্কার-গল্পকার হিসেবে
৪) ২০২৩ খৃস্টাব্দে ভিন্নমাত্রা সম্মাননা-‘একাত্তরের তরুণ মুক্তিযোদ্ধা’ গল্পের বই-
এর জন্য
৫) ২০২৩ খৃস্টাব্দে অফিসার্স ক্লাব ঢাকা সম্মাননা-লেখক হিসেবে
৬) ২০২৩ খৃস্টাব্দে গাঙচিল সেরা গ্রন্থ পুরস্কার-‘অপু ও মৎস মানব’ উপন্যাসের
জন্য