টাকার উন্মাদ সবে
-মোঃ আসাদুজ্জামান আসলাম
≈≈≈≈≈≈≈≈≈≈≈
টাকার পিছে ঘুরছে সবাই
বিশ্ব মাঝে মত্ত প্রায়
সারা দিবস মাথা খাটায়
সম্পদ গড়বে কোন উপায়।
নেশা শুধু মনের মধ্যে
ভালো কিংবা খারাপ হোক
মস্ত বিভব লাগবে ধরা
মরুক তাতে অন্য লোক।
ফলের সাথে বিষ মিশিয়ে
খাদ্যে দিয়ে ভেজাল সব
টাকা আমার চাই যে শুধু
থাকুক যতো পুলিশ র্যাব।
দূর্নীতি আর রাহাজানি
হত্যা কিংবা ঘুষ নিয়ে
স্বর্ণের বাড়ি করবে তৈরি
পত্নী সাজায় হার দিয়ে।
যশ থাকুক আর না-ই থাকুক
মূর্খ হয়ে সব আছে
ময়লার মধ্যে পড়লে সিকি
অবলীলায় তুলবে সে।
কি হবে তোর অর্থ দিয়ে
ভরে রেখে ঝুলিতে
ডাক দিবে তোর মালিক যখন
থাকবি না আর জগতে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
মোঃ আসাদুজ্জামান আসলাম
বিএসসি (সম্মান),এমএসসি- গনিত,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
ইএমবিএ- ব্যবস্থাপনা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত কাব্যগ্রন্থ – নয়নতারা
জেলা-বরগুনা,
থানা- বতাগী,
গ্রাম-বিবিচিনি