শূণ্য হৃদয়

-বিনয় জানা

∞∞∞∞∞∞∞∞

সুখের টানে সেই যে গেলে

ফিরলে না তো আর;

হৃদয় জুড়ে এখন শুধু

জমাট অন্ধকার!

অন্ধকারে হাতড়ে বেড়াই

স্মৃতির ঝাঁপি খুঁজি;

রাত দুপুরে অশ্রু লুকাতে

বালিশে মুখ গুঁজি!

ঘুম কেড়েছে রাত বালিশ

স্বপ্ন দেখি না রাতে;

আমার আমি তোমাতে পূর্ণ

হৃদয় আঙিনাতে!

হৃদয় আঙিনা শূণ্য আজো

তোমার অপেক্ষায়;

ভোরের পাখির কলতানে

শূণ্যতা মিশে যায়!

শূণ্যতা ভরা বাঁচার গল্প

শূণ্য খাতার পাতায়;

মৃত্যু এসে হয়তো লিখবে

শূণ্য এ আঙিনায়!

∞∞∞∞∞∞∞∞

পরিচিতি:

নাম: বিনয় জানা, ঠিকানা:, গ্রাম: বাড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বরদহ, জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, পিন: ৭২১৬৫৪ প্রাক্তন উপ-প্রবন্ধক (সংরক্ষা বিভাগ), NTPC, KhSTPS, Kahalgaon, Bhagalpur, BIHAR. বর্তমানে অবসর প্রাপ্ত, গৃহবাসি। সাহিত্যের একনিষ্ঠ পাঠক। মূলত: কবিতার পাঠক। তারপর, ক্ষুদ্র জীবনে দীর্ঘ পথ চলতে চলতে বিভিন্ন সময়ে যা যা সঞ্চয় করতে পেরেছিলাম ও পারছি; সেই সব সঞ্চয় নিজের মতো করে কবিতার ভাষায় লিখে সবার সামনে নিবেদন করি। সবার ভালো লাগলে আনন্দিত হই।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*