সাদা মনের খোঁজে

-সিরাজুল ইসলাম মোল্লা

≈≈≈≈≈≈≈≈≈≈≈

সম সুন্দর বসুধা গড়তে চাই সাদা মনের মানুষ,

সাদা মনে খুঁজি, কোথা পাই সাদা মনের মানুষ।

দাও সন্ধান, শিষ্যে নিতে আলোর পরশ চাক্ষুষ,

সুযোগ সন্ধানী সর্ব ভিখারী কেন মননে ফানুস?

সাদা মনের সন্ধানে জীবন কাটে হৃদ্যতা ঢেলে,

পাইনি খুঁজে, হয়নি দেখা আজও আঁখি মেলে।

বিশ্বাসের প্রয়োজনে বিশ্বাস, ভয় সংশয় মননে,

কারে বিশ্বাস করে জীবন গড়ি স্বপ্নীল ঘর বুনে!

লোকালয়ে ঢাকা যত আত্মকেন্দ্রিক স্বার্থপরতা,

স্বার্থে আঘাত পড়লে দেখা যায় চরম বাস্তবতা।

হয় জিলিপির প্যাচ, নয় মুখোশপড়া সদ্ব্যবহার,

স্বজনে বিজনে ভিতরে বাহিরে আলাদা সবার।

সুন্দর মুখশ্রী, সুন্দর ভাষা, সুন্দর হাত বুলানো,

পিছে বেঈমান স্বপ্ন ঘাতক সে তুমি কি জানো?

কর যদি সরল বিশ্বাস, কর অর্থ আদান প্রদান,

পাবে প্রমাণ সময়ে সদাচারে কি তার প্রতিদান।

ধর্মবিদ রাজনীতিবিদ অর্থনীতিবিদ সমাজবিদ,

নেই কোথাও অন্তস্থ সত্যবাদ, একান্তে বহুবিধ।

যে দুষ্ট সে মিষ্ট, যায় না চেনা দূর হতে অমানুষ,

আচরণে বিচরণে প্রয়োজনে জানা যায় মানুষ।

বলে যুগের সাথ তাল না মিলালে কেমনে চলে,

আজও সাদা মনের খোঁজে কালা মনে সকলে।

বাস্তবিক স্বজন প্রীতি দুর্নীতি ঘেরা মানুষ জনে,

বড়ই অভাব মননশীল শুভ্র মনের মানুষ ভুবনে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর-১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*