চড়ুইভাতি
-বিকাশ চন্দ্র মণ্ডল
∞∞∞∞∞∞∞∞
ছেলেবেলায় হৈ চৈ করে কাটে বেশ
শীতের বেলায় পিকনিকে মজার রেশ।
পাহাড় তলিতে নদীর চরে লুটোপুটি
বসিয়েছি বনভোজনের মেলা জুটি।
চড়ুই ভাতির বাজার করার আনন্দটা
সকলের থেকে ছিল যেন আলাদা।
ফর্দের পর ফর্দ, বাজার হয়েছে রাতারাতি
উপভোগ করেছি খেলায় হাজারো মাতামাতি।
খেয়ে ও খাইয়ে কত মজায় কাটে প্রহর
সাথীদের সাথে খেয়েছি রান্নার স্বাদ মধুর।
হয়তো দেওয়া হয়নি হুটোপুটির ভুলে
দেখা হয়নি ঝাল,লবনটা চেখে মুখে তুলে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি
নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।
গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।
কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । ছদ্ম নাম ” সরাক কবি ” । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন।
শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।
প্রথম একক কাব্য গ্রন্থ অনুভব ,অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে । এপার ওপার দুই বাংলার অনলাইন ও অফলাইনে একাধিক সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে।
খুব মজা করেছি।
নষ্টালজিক।