লক্ষী সোনা
-বিপ্লব শামীম
≈≈≈≈≈≈≈≈≈≈
জেদ করো না গোঁ ধরো না
ওহে ছোট্ট বাবু,
বিলের ধারের পুকুর পাড়ে
তোমায় নিয়ে যাবো!
বর্শি দিয়ে মাছ ধরবো
ফেলবো ঝাঁকি জাল,
পাবদা,পুটি, কৈ, জিয়ল
করবে ফালাফাল!
ঘুরাবো তোমায় কাঁধে করে
সারা বিকেল বেলা,
বাদাম টানা আর কদমা খেয়ে
করবে তুমি খেলা!
বিন্নি ধানের খই খাওয়াবো
সাথে দই রসগোল্লা,
টাঙ্গাইলের চমচম খেলে
বুঝবে মজার ঠেলা!
দেখবে তুমি নীল আকাশে
উড়ছে নানান ঘুড়ী,
জ্যোৎস্না রাতে দেখাবো তোমায়
চাঁদের দেশের বুড়ি!
লক্ষী সোনা জেদ করোনা
এবার একটু হাসো,
সবাইকে আমি বকে দিবো
এবার কাছে এসো!
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।