প্রার্থনা
-শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞
শিক্ষাঙ্গন গোচারণ ভূমি
গরু ছাগলের বাস,
স্কুলশিক্ষা রসাতল গামী
পড়ুয়ার সর্বনাশ।
তমসাছন্ন ঘন অন্ধকার
কুশিক্ষায় বাজিমাত,
শিক্ষাঙ্গনের ঘোর দুর্দিন
ছাত্রছাত্রী কুপোকাত।
কুহেলিকা ঢাকা শিক্ষাঙ্গনে
বাড়াও আলোক জ্যোতি,
ছাত্রছাত্রীদের বেহাল দশা
ফেরাও মগজে মতি।
বিভীষিকা ময় বিপদ সঙ্কুল
ভয়ঙ্কর পথগামী,
শিক্ষাঙ্গনের ঘোর অমাবস্যা
কাটাও হে অন্তর্যামী।
করুনাসিন্ধু দীনবন্ধু শ্রীহরি
তব শ্রীচরণে নমি,
প্রার্থনা মোর মাগো সরস্বতী
বাঁচাও পঠন জমি।
বিদ্যাদেবী এসো মা সরস্বতী
সুশিক্ষায় গড় ধরা,
শিক্ষাঙ্গনের সুমতি ফেরাও মা
শিক্ষার্থীর কাটু খরা।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
শ্রী স্বপন কুমার দাস পিতামাতা-সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী। জন্ম-১৯৬৩ সাল ১৬/০৪/১৯৬৩ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর গ্রাম। পশ্চিমবঙ্গ/ ভারতবর্ষ।