পুলিশ মামা

-সঞ্জয় টুডু

≅≅≅≅≅≅≅≅≅

পুলিশ মামা, পুলিশ মামা

তোমার এতো কাজ,

দিন রাতটা ব্যস্ত থাকো

দুষ্কর্মার করো শুধু নজর আন্দাজ।

ট্রাফিক নিয়ম, যানবাহন নিয়ন্ত্রন, দুর্ঘটনায় ছুটা

সবই তোমার দায়,

সিটবেল্ট ছাড়া, হেলমেট বিহীন বেপরোয়া গাড়ি চালানো,

চালকের কি কোনো দোষ নাই!

গ্ৰাম থেকে শহর ঝামেলা, মারপিট,পথ দুর্ঘটনা

সর্বত্র পুলিশ ডাকো, পুলিশ ডাকো রব,

এলাকার শান্তি-শৃঙ্খলা, আইন রক্ষা

ন্যাস্ত তোমার ওপর সব।

প্রত্যহ নানা সমস্যার সম্মুখীন

চোর-ডাকাত ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে,

ছুটে ছুটে যেতে হয় যত্রতত্র

সমাধানের আশায় মানবের কল্যানে।

দুর্নীতি, পাচার, অনৈতিক ক্রিয়াকর্ম রুক্ষতে

তুমিই সুরক্ষা সেবায় সেরা,

চোরা কারাবার থমকে যায়

তোমার ধূর্ত,নিষ্ঠা কর্মের দ্বারা।

বৃদ্ধ পিতা মাতা,স্ত্রী-সন্তান ছেড়ে

কর্ম স্থলে করো না যে ফাঁকি,

তবুও জনগণের কতো কথা শুনতে হয়

কোনো কিছুই নেই বাকি।

≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি:-

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসাবে কর্মরত ও বিভিন্ন সমাজসেবা মূলক কর্মের সাথে যুক্ত।’সৃষ্টির খোঁজে ‘ পত্রিকায় প্রকাশিত প্রথম কবিতার নাম ‘নীরব বৃক্ষ’।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*