বইমেলা ডাকছে দু-হাত বাড়িয়ে
-পুষ্পিকা সমাদ্দার
≡≡≡≡≡≡≡≡
নগর প্রান্তরে কোলাহল পূর্ণ
ঐ সরণী ছাড়িয়ে,
কলকাতার বইমেলা ডাকছে
যেন দু-হাত বাড়িয়ে,
গুমটিতে গুমটিতে দেখায়
হরেক বইয়ের সম্ভার,
মেলায় জনজোয়ার কতক
নতুন বইয়ের আরম্ভর।
চলছে কেনাকাটা বেজায়
বই পিয়াসী মানুষের ভিড়,
চোখের পলকে লোকের সমাগম
নেইতো কেউ কোথাও দাঁড়িয়ে স্থির।
লক্ষ মানুষের মাঝে নিজের লেখা
বই একখানা থাকে যদি মেলায়,
চঞ্চল চিত্তে যাই সেই দোচালায়।
হাতের পরে নিয়ে সেই
আবেগ মাখান বই,
কত স্বপ্ন ছিল তার তাকে
নিয়ে মন বলে কিবা কই।
শহরের এই পুস্তকের মাঝে
হায়িয়ে যেতে চায় মন,
রঙবেরঙেের রঙিন বইয়ের
কভারে আটকে থাকি যেন সারাক্ষণ।
≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি–:
আমি পুষ্পিকা সমাদ্দার শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সামান্য গৃহবধূ কলকাতা নাকতলা অঞ্চলের নিবাসী,
শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজারে সাহিত্যের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত লেখালেখি সাথে সঙ্গীতচর্চা ও সমাজ সেবার সাথে নিযুক্ত আছি।