অন্তরের অন্তরালে
-তনুশ্রী বসু (পাত্র)
∞∞∞∞∞∞∞∞
মনের ভিতর যে মন আছে
তাকেই আমি খুঁজি বারংবার
সে নিরবে কথা বলে একাই
সেই বুঝি মম ব্যথিত অন্তর।
সেথা সুখ আছে দুঃখও আছে
আছে হাঁসি,আনন্দ,গান
সেই মনেতে দাগ কেটেছে
মোর স্নেহময় কিছু অভিমান।
শরতের পরে এসেছিল হেমন্ত
শীতে হয়েছি কিঞ্চিৎ হৃদয়াহত
শীতের কামড় দিচ্ছে ভীষণ ভাবে,
হয়েছে সবাই নিশ্চুপ অল্প প্রতিহত
শব্দ দিয়ে প্রকাশ হয়না ব্যাথা
এ যে ভীষণ আনন্দের অশ্রুধারা
সুপ্ত যা ছিল অন্তর মহলে প্রকাশিত
আজ বাঁশি, সঙ্গীত হারিয়েছে তারা।
সুপ্ত ব্যাথা, সুপ্ত কথা প্রকাশ নেই
চিরদিন অন্তর মহলে বিরাজে
সুস্থ থাক, ভালোবেসে বাঁচ সবে
চিরদিন সৎ মানুষের জয় এ সমাজে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।