জীবনচক্রে
-বিজয়া মিশ্র
∞∞∞∞∞∞∞∞∞∞∞
জীবন মানেই প্রতিদিন নতুনত্ব
কত ভাঙা গড়া ঘ’টে চলে অহরহ
সাক্ষী থাকে মানব জীবনধারা
ঘটনাচক্র খুবই অর্থবহ।
আনন্দে যত উদ্বেল হয় যাপন
বিপদ এলে আবর্ত অস্থির,
যুঝতে হয় তার মুখোমুখি হ’য়ে
কখনো আবার প্লাবিত হয় নীর।
জীবনচক্রে বিপদের কালো ছায়া
প্রকৃতির রোষে ঘটছেই সব ঋতুতে,
কেউ একা যুঝে, কেউবা দলবদ্ধ
চেষ্টা নিয়েই ঝাঁপায় সকলে পথে।
বিপদ যখন কৌশলে হয় সৃষ্ট
অতর্কিতে ভয়াবহ রূপ নেয়,
এলোমেলো ক’রে মুহুর্তে সবকিছু
সাজানো জীবন তছনছ ক’রে দেয়।
বুদ্ধিমত্তা,সাহস, ধৈর্য্য দিয়ে
যা কিছু ঘটুক মোকাবিলা করা চাই,
বিপদের ভয় পিছু হঠতে বাধ্য,
উপায় কিছু একটা তো বেরোবেই।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
আমি বিজয়া মিশ্র পাহাড়ী। পূর্ব মেদিনীপুর জেলার গ্ৰাম্য আবহে জন্ম,পরিবেশের মুক্ত হাওয়ায় লালিত।বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।