প্রগলভ্য বাসনায়

-চিত্রা বন্দ্যোপাধ্যায়

≅≅≅≅≅≅≅≅≅≅

ওরে অত্যাধুনিক যান্ত্রিক মানব

একটিবার আসিস যদি,

স্রোতস্বিনীর রূপে মুগ্ধ হয়ে

সোহাগ ভরে দেখবি নদী।

পাহাড়ের অপরূপ সৌন্দর্যের টানে

বারবার ছুটে যাই,

সবুজ বৃক্ষাবৃত গিরি রাজদ্বয়ের

স্নিগ্ধ প্রতিবিম্বের চিত্র পাই।

হে নভনীল নীলাভিমানী অম্বর

রামধনু শোভায় গোধূলি ক্ষণ,

প্রকৃতির নয়নাভিরাম দৃশ্যে

প্রগলভ্য বাসনায় মন।

পৌষালী শীতের শিশির সিক্ত

কখনো তুষারে ঢাকা,

প্রকৃতির রূপেতে মুগ্ধ আঁখি

যেন শিল্পীর তুলিতে আঁকা।

বিশ্ব প্রকৃতির কোলে ফুল ফুটে

আপন মনে হাসে,

ডানা মেলে উড়ে বিহঙ্গ

স্বাধীনতার আনন্দে ভাসে।

≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি–

আমি চিত্রা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের বাসিন্দা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। আমি রাজ্য সরকারের স্বাস্থ্যকর্মী। সাহিত্যের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত,লেখালেখি,আবৃত্তি করি। সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ থাকায় কবিতা গল্প লিখতে এবং পড়তে ভালোবাসি।

আমার চারখানা একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং আসন্ন কলকাতা বইমেলায় আরো একখানা একক কাব্যগ্রন্থ প্রকাশিত হবে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*