অচিনপুরের একতারা
-মোঃ জাকির হোসেন
∞∞∞∞∞∞∞∞∞
অচিনপুরে ডুব দিয়ে ভাব সাগরে মাথা তুলি,
দেখি স্নান সেরে হারিয়ে গেছে, জীবন নৌকার মাঝিরা-
একা আমি অচিনপুরে, গড়িয়ে গেছে বেলা-
পড়ন্ত বেলায় রক্তিম সূর্যের আভার মত,
ভূমধ্যসাগরের স্রোতধারায় মিলিয়ে যাচ্ছে রক্তের উপত্যকরা-
বিস্ফোরিত চোখে মিসাইল আঘাত হানে বেয়োনেট উঁচিয়ে।
পদদলিত মানবতা—
নিষ্প্রাণ ফুলগুলি অকালেই হারিয়ে যায়, ছুড়ে দিয়ে কিছু প্রশ্ন।
শিরদাঁড়া বারবার ভাঙ্গে!
তপ্ত বালুকারাশিতে তবুও এক হয়ে জ্বালতে চায় শান্তির প্রদীপ।
দূর থেকে ভেসে আসে লালনের একতারার জাগানিয়া সুর-
মহাজনের ধন এনে,
ছিটালি রে উলুবনে।
কি হবে নিকাশের দিনে
সে ভাবনা কই ভাবলি।।
∞∞∞∞∞∞∞∞∞