পুরুষের কন্ঠধ্বনি

-কাজী সেলিনা মমতাজ শেলী

≈≈≈≈≈≈≈≈≈≈

যখন সন্ধ্যা নামে শেষও হয়ে যায় সূর্যকরোজ্জ্বল খেলা,

অপরাধের বিচার হবে বলছে সাতকাহনের ভাটি বেলা।

এ কেমন আঁধার এলো নীড়ে বৈশাখী ঝড়ে,

অসহায় পাখিদের অন্তরে শুধু বেদনা বাড়ে।

অন্যায়ের বিরুদ্ধে, গর্জে উঠুক পুরুষের কন্ঠধ্বনি,

আঁধার ঠেলে, পুরুষ এনেছে ভুবনে আলোর বেণী।

দুর্গম পথ অতিক্রম করেছে, শতাব্দীতে পুরুষের চরণ,

নিত্য এনেছে পুরুষ সমাজ সংসারে সূর্যের লাল কিরণ।

জাগ্রত হোক বিবেক, এই শোষনের বিরুদ্ধে,

অপরাধ করে কেহ পার পায় না, আইন উর্ধে।

জীবন চলুক জীবনের নিয়মে হাজার সুন্দরে,

যাহা কিছু ভালো গ্রহন করো, শ্রেষ্ঠ উপহারে।

তুচ্ছ নহে এই দিন, জীবনে সততার প্রয়োজন আছে,

মন জাগ্রত থাকতে পারে বিশ্বাস ভালোবাসার কাছে।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী

গ্রামঃ পোস্টঃ কপিলমনি বাজার

থানাঃ পাইকগাছা

জেলাঃ খুলনা বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*