স্বাধীনতার সূত্র

-অভিজিৎ হালদার

∼∼∼∼∼∼∼∼∼∼∼

স্বাধীনতা আসেনি দুচোখে

মহামানবের দ্বার খোলা

স্বাধীনতার সুরে মুক্তি নেই

স্বাধীনতার সূএ বিফল।

পায়ে পায়ে আগামীর সভ্যতা

মানুষ এগিয়ে চলে সত্য মিথ্যার অঙ্গীকারে

নেই উন্নত চেতনা পরাভূত হৃদয়ে প্রেম থাকে না একচিমটেও !

স্বাধীনতা আসেনি দুচোখে

পায়ে পায়ে শত্রুতা

খোলা আকাশে নেই পাখিদের আসা যাওয়া।

সভ্যতার ময়াল প্রাচীরে নুয়ে গেছে স্বাধীনতা

কোন্ সে স্বাধীনতার স্বপ্ন দেখে মানুষ !

যে স্বাধীনতা আসে না কোনোদিন

যে স্বাধীনতা জানে না আগামী শপথ

সে স্বাধীনতা ‘স্বাধীনতা নয় ‘

যেন সবেমাত্র মরে যাওয়া মৃতজীবী প্রাণীর প্রাণ।।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

লেখক পরিচিতি:-

জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে।

পিতা:- কার্ত্তিক হালদার , মাতা:- আরতি হালদার, শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*