সময়
-বিনয় জানা
∞∞∞∞∞∞∞
জন্মেছে তাই মরবে সবাই
কেউ আগে কেউ পরে;
সব প্রিয়জন নিজ প্রয়োজনে
রাখবে স্মৃতির ঘরে!
সময়ে সময়ে কপোল ভাসিয়ে
বহাইবে পিছুটান;
সময়ের কাছে কি দাম রয়েছে
অভিযোগ অভিমান?
সময় কারও উধার রাখে না
দানে প্রতিদান দেয়;
সময়োপযোগী হতে না পারলে
কাল প্রতিশোধ নেয়!
সময় কারও ধারও ধারে না
নগদে নগদে চলে;
সময় সবার পরম আপন
সময়েই কথা বলে!
তোমার সময় আমার সময়
কখনো হয় না এক;
ঘড়ির কাঁটায় একই হলেও
আছে বিস্তর ফারাক!
∞∞∞∞∞∞∞
পরিচিতি:
নাম: বিনয় জানা, ঠিকানা: গ্রাম: বাড়সুন্দ্রা , পোস্ট: ঈশ্বরদহ, জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, পিন: ৭২১৬৫৪, প্রাক্তন উপ-প্রবন্ধক (সংরক্ষা বিভাগ), NTPC, KhSTPS, Kahalgaon, Bhagalpur, BIHAR. বর্তমানে অবসর প্রাপ্ত, গৃহবাসি। সাহিত্যের একনিষ্ঠ পাঠক। মূলত: কবিতার পাঠক। তারপর, ক্ষুদ্র জীবনে দীর্ঘ পথ চলতে চলতে বিভিন্ন সময়ে যা যা সঞ্চয় করতে পেরেছিলাম ও পারছি; সেই সব সঞ্চয় নিজের মতো করে কবিতার ভাষায় লিখে সবার সামনে নিবেদন করি। সবার ভালো লাগলে আনন্দিত হই।