বললে বেশি
-সুজিত শর্মা বিশ্বাস
∼∼∼∼∼∼∼∼∼∼
কথার পিঠে পারলে কথা
রয় না তো ভাই শান্তি,
বলার চেয়ে শোনা ভালো
নাইতো এতে ভ্রান্তি।
শুনবে বেশি বলবে যে কম
থাকবে এতেই ভালো,
বললে বেশি ফালতু কথা
বাড়বে মনের কালো।
বললে বেশি বাচাল বলে
মানে না কেউ তারে,
পায় না সে মান কারোর কাছে
ঘরে কিম্বা বা’রে।
বিজ্ঞ যেজন কয় না বেশি
থাকে নিজের মনে,
চলার পথে জ্ঞান আহরণ
করেন সকল ক্ষণে।
তাই তো বলি চুপ করে রও
নয়তো বেশি কথা,
আপন কাজে থাকলে সদাই
পায় না তো কেউ ব্যথা।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
সুজিত শর্মা বিশ্বাস, অবসরপ্রাপ্ত কর্মচারী, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাসিন্দা। একটু ছন্দ ছড়া লেখার চেষ্টা করে সময় কাটাই।