মুখোশধারী

-বিপ্লব শামীম

≈≈≈≈≈≈≈≈≈

আমি এক মুখোশধারী

শুধুই নিজের গুণবিচারী

সযত্নেই করি বর্ণ চুরি,

লোভ লালসা ভুরি ভুরি!

সুনাম আমার বেজায় ভারী

ধন দৌলত কারি কারি,

দান খয়রাতে ছড়াছড়ি

সবকিছুতেই তাড়াতাড়ি!

সাধু সাজতে নেইকো জুড়ি

দিনের বেলায় টুপি দাড়ি

অন্ধকারেই বাড়াবাড়ি

সুযোগ পেলেই কবর খুঁড়ি!

দৃষ্টি আমার আড়াআড়ি

বিনয়ী রূপে দর্শনধারী,

আসল রূপে ভয়ংকরী

ক্ষুদ্র স্বার্থেও পাড়াপাড়ি!

কোলাহলে তজবি পড়ি

আদতে করি পুকুর চুরি

শুধু মুখেই তওবা করি,

লাজ শরমকে টিপে ধরি!

দেখাই আমি সিনা জুরি

ভিতরে ভিতরে ভয়ে মরি,

কখন যে পড়ে ডান্ডাবেড়ী

সবই আমার জারিজুরি !

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিত :

আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*