সমুদ্র
-আশীষ খীসা
∞∞∞∞∞∞∞∞
সমুদ্র তুমি বিশাল তুমি অসীম
তোমার তো নেই সীমার শেষ,
তোমার তো নেই কোন দুঃখ
তুমিতো সুখে আছো বেশ।
তোমার নীল জলরাশি দেখলে
আমার লাগে খুব ভালো,
তুমি থাকো সদা উত্তাল
মাঝে মাঝে হও কালো।
মাঝে মাঝে হয়ে উঠো তুমি
খুবই ভয়ংকর ও রাক্ষুসে,
লাগেনা তোমার দুপুর,বিকেল,
লাগেনা সাঁঝ,নিশি ও প্রত্যুষে।
কি জানি তবুও তোমাকে
আমার না খুব ভালো লাগে,
তোমাকে দেখতে আমার মন
খুব ছটফট করে ও শিহরন জাগে।
তাই অবসর সময়ে সুযোগ পেলে
ছুটে আসি তোমাকে দেখার তরে,
যখন তোমাকে দেখার খুব ইচ্ছা জাগে
তখন থাকতে মন চায়না আর ঘরে।
তোমার উতাল-পাতাল ঢেউ দেখলে
আমার মন আনন্দে নেচে উঠে,
তোমাকে আমি খুব ভালোবাসি
তাইতো আসি তোমার কাছে ছুটে।
∞∞∞∞∞∞∞∞
সংক্ষিপ্ত কবি পরিচিতিঃ
কবি আশীষ খীসা,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন। তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ১৯টি। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা পান।উল্লেখ্য যে,সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ এ্যাওয়ার্ড-২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা পদক পান।