বুকের মাঝে তুমি

-আব্দুস সাত্তার সুমন

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

বুকের মাঝে আছো

তুমি আমার কাছে

অন্তর গহীন বাঁচো

অনুভূতি পিছে।

তুমি ছুঁয়ে দিলে

কাঁটে অনিষ্ঠর ঘোর

তুমি ছুঁয়ে দিলে

ঘুম ভেঙ্গে যায় মোর।

তুমি যখন পাশে থাকো

অনুভূতি লাগে গায়ে

তুমি যখন কাছে ডাকো

ঢেউ লাগে মোর নায়ে।

তুমি যদি ভালোবাসো

অন্য রকম লাগে

তুমি যদি মুচকি হাসো

সাগরের ঢেউ জাগে।

তোমার কাছে বলি আমি

এই দুনিয়ায় চাই

দেবে বলেই বলছি এমন

কোন কষ্ট নাই।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা, গল্প সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস রত আছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*