বাংলার রূপ

-জিরাফত হোসেন

≈≈≈≈≈≈≈≈≈

মাঠ ভরা ধান পাখিদের গান

সবই প্রভুর দান

পাহাড়ের ঢালে জল ভরা খালে

অপরূপ তার মান ।

জমির আলেতে সবুজ ঘাসেতে

জমেছে শিশির কণা

সাঁওতাল মেয়ে পালায় সে ধেয়ে

কেউটে সাপের ফণা ।

ক্ষেতের আগাছা তুলিতেছে বাছা

জমি পরিষ্কার করে

জীবনের ঝুঁকি সাপে দেয় উঁকি

পরিশ্রমে ঘাম ঝরে ।

পাটের জঙ্গল চাষির মঙ্গল

ধান পাট বেচে টাকা

পদ্মা সেতু দিয়ে বউ সাথে নিয়ে

দেখতে শহর ঢাকা ।

বাংলার রূপ ঘরে গন্ধ ধূপ

অপরূপ তুমি মা গো

সাদা মেঘ ভেলা কেটে যায় বেলা

চাষী ভাই তুমি জাগো ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

কবি জিরাফত হোসেন পিতা – কফিরুদ্দিন সেখ , মাতা –পছন্দ বিবি, স্থায়ী ঠিকানা -গ্রাম- নতুন কাশিপুর ,ডাকঘর ঝিকরা , থানা — রেজিনগর , জেলা- মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*