অলিখিত চুক্তি
-বিমান বিশ্বাস
∞∞∞∞∞∞∞∞
হিম বৃষ্টির অলিখিত চুক্তি
সন্ধান করে টুকরো টুকরো স্মৃতির।
কাচের দেয়ালে জমা আবছায়া সংশয়
অপেক্ষা করে হাজারো প্রত্যয়ী প্রহর-
তোমার বিরুদ্ধ প্রেম ভালোবেসে ঘনিষ্ঠতা
তা দিয়ে ঝিম ছাড়ায় চোখের আড়ষ্টতার।
জানালা ভেজিয়ে রেখে বাকিটুকু অঙ্গ
চোখই বোঝে শুধু তোমায় দেখার খুশবু।
∞∞∞∞∞∞∞∞
পরিচিতি-
বিমান বিশ্বাস। কোলকাতায় বাস। পাঠকের ভালোবাসাই লিখতে ভাবায়।