সুখ নামের ঠিকানা কি

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈

এক আঁজলা রোদ্দুরের উত্তাপ বুকে নিয়ে

পুঞ্জিভূত একটুকরো হতাশ মেঘ

ভেসে বেড়ায় অধরা অম্বরের সামিয়ানায় ।

পরিণতি না পাওয়ার সবিনয় ইচ্ছে গুলোতে তার রুক্ষ মরুর সুদীর্ঘ ব্যর্থ অপেক্ষা !

স্বীকৃতি খোয়া যাওয়া দুর্ভাবনার অস্তিত্বে

সনির্বন্ধ অনুরোধ পুড়ে যাওয়া লাশের দীর্ঘ নিঃশ্বাস !

পৃথিবীর প্রত্যাখানে সখ্যতা হারানোর

নিদারুণ যন্ত্রনায় কাতর প্রাণবন্ত অনুভূতি ,

অভিকর্ষের স্নেহ থেকে বঞ্চিত ধূসর চেতনায়

তৃষ্ণার্ত চাতকের বুকফাটা হুতাশন ।

আজ অবধি হল না তার একান্ত প্রিয়

ধরনীর ধূলিকণা কে স্পর্শ করার ইচ্ছে পূরণ !

নিরব কল্পনার জাল বুনতে বুনতে

আকুল হৃদয় অবলুপ্তির শেষ প্রহর গোনে ,

একটা জনম যেন বিফলেই হল সারা

মিটলো না মন বিনিময়ের এতটুকু সাধ !

মনের অদম্য আশা অন্তরে শুকিয়ে কাঠ

শোকের অশ্রুতে বিবর্ণ জীবন্ত স্বপ্নের সলীল সমাধি ,

জন্ম হতে আজ অবধি দিশেহারা যে মেঘ

আজও জানলো না সে সুখ নামের ঠিকানা কি !

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি :-

নাম পীতবাস মণ্ডল, গ্ৰাঃ+পোঃ- যোগেশ গঞ্জ । জেলা উঃ ২৪ পরগনা । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*