ছদ্মবেশী
-জান্নাতুন নাঈম
∼∼∼∼∼∼∼∼∼∼
এমন অনেক মানুষ আছে
খুবই ছদ্মবেশী,,
পরের ঘরে আগুন লাগিয়ে
হয় যে অনেক খুশি।।
মুখে তাহার মধুরতা
মনে ভরা বিশ,,
আবদ্ধ করে রাখবে কত
জ্বলবে একদিন এই আগুনের শীষ।।
অন্যকে খারাপ বানানোর
কতো কৌতুহল,,
হিসাব নিকাশ যেই দিন হবে
সেই দিন হবে বেহাল।।
ছদ্মবেশে থাকবে কয়দিন
মুখোশ একদিন খুলবে,,
সেই আগুনটা সেই দিন ঠিক
তোমার গায়ে জ্বলবে।।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবির পরিচিতি ঃ
নামঃজান্নাতুন নাঈম
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স
পেশাঃ শিক্ষিকা অবসরে, লেখিকা
স্থায়ী ঠিকানাঃ দাগনভূঞা -ফেনী।