ধূ ধূ দূর দিগন্ত

-সিরাজুল ইসলাম মোল্লা

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

ধূ ধূ দূর দিগন্ত, ধূসর বিবর্ণ শুভ্রতা ঘিরে থাকে,

কুয়াশা ঘেরা শুভ্রদেবী ইশারায় সবাইরে ডাকে।

ধোঁয়াশা আঁধার ঘিরে খোঁজে মন মায়াদেবীকে,

নীরবে নির্জনে ভাবনার কল্পলোকে স্বপ্নলোকে।

যতদূর আঁখি যায় ঐ নীল আকাশের সীমানায়,

মনে হয় কেবল, চলে এসেছি বুঝি চির চেনায়।

যত কাছে যাই কাছে চাই, ততই দূরে সরে যায়,

ভাবাবেগের ভালোবাসা ফিরে ফিরে ছুঁতে চায়।

দূরের গাছগুলো কি যে মনে হয় বোঝে না মন,

ধূ ধূ তেপান্তরের ভুতুড়ে প্রচ্ছায়া খোঁজে মনন।

কখনও আকাশে সাদা মেঘ যেন শোভা বর্ধণে,

কোথাও কালো মেঘ ঘোড়ার মতো ধায় বর্ষণে।

সবুজাভ হলুদাভ মিশে একাকার, সবই আঁধার,

চোখ বুজে পরশ খুঁজে অনুভবে লীলা সংসার।

ছলছল কালোজলে শনশন সমীরণে ভয় বক্ষে,

এলোমেলো মায়াদেবীর ছায়াতে ঝাপসা চক্ষে।

হাতছানি দিয়ে ডাকে পথের বাঁকে হারাতে কে,

মায়াময়ী দূর দিগন্ত প্রকৃতির বুকে ছবি আঁকে।

ঐ আঁকাবাঁকা মেটো পথ হয়ে পিচ ঢালা পথে,

সাধক মন চাঁদ তারার সাথে মিলে ছোটে রথে।

ভয়হীন চিত্তে লয়হীন নৃত্যে আজই দূর দিগন্তে,

নাচে মন তা-ধিন আলো আঁধারের মিলনবৃন্তে।

সুন্দরের আঁধার প্রেমের পাথার যাদুময় দিগন্ত,

হতাশা বিষণ্নতা নিঃসঙ্গতা মুক্ত হিমু মন চলন্ত।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*