নয়নের মনি
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
দুর্গম পথের যাত্রী ছিলে তুমি
হে বীর নেতাজি সুভাষ,
রক্তের বিনিময়ে অর্জিত ভূমি
তোমার হাতেই স্বাধীনতার দীপ্ত প্রকাশ।
অহিংসা ছেড়ে দুর্গম পথে পাড়ি
দিয়েছিলে একাই তুমি,
এখনও ব্রিটিশ ঘোরাতো ছড়ি
তোমার ভয়ে ছেড়েছে ভারতবর্ষের ভূমি।
ভারতবাসীর কল্যাণের তরে
এলে বঙ্গ মাতার কোলে,
সিংহাসন লোভী ভারতবাসী
স্ব-স্বার্থের কারণে দিল তোমায় দুরে ঠেলে।
আজও সুভাষ নয়নের মনি
বাংলার প্রতিটি ঘরে,
বঙ্গ মাতার গর্ব অহংকার
জীবিত সুভাষ বাঙালির হৃদয় জুড়ে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি শ্রী স্বপন কুমার দাস। পিতামাতা-সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী। জন্ম-১৬ এপ্রিল ১৯৬৩ সাল।অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রাম।বর্তমান ঝাড়গ্রাম জেলার অন্তর্ভুক্ত গোপীবল্লভপুর মহকুমা শহর। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।