সারস পাখির বাসা
-মোহাম্মদ হোসেন
∞∞∞∞∞∞∞∞∞
ধানক্ষেতের ভেতর সারস পাখির বাসা
কিভাবে কর পুরো ফসলের আশা
সারস পাখি কি বসে করে তামাশা
পাকা ধান খাওয়া ই তার তীব্র নেশা।
সারসও সারসী বসে বসে করে যুক্তি
ধান পেকে গেলে আসবে চাষী
পাকা ধান দেখে সারা মুখে হাসি
ভেতরে কি হচ্ছেে জানে না চাষী।
সময় মতো উড়ে যেতে হবে ছানা সহ
দেখে ফেললে চাষি করবে বিদ্রোহ।
জাল ফেলে ধরে করবে কতল
সময়ের আগেই উড়তে হবে কাম সেরে।
সারস পাখির বাসা কি শুধু ধান ক্ষেতে
সারা দেশটাই হয়েছে ধানক্ষেত
মানুষ জীবন হারিয়ে নিঃস্ব অনিকেত
প্রতি বাদ প্রতি রোধের রাস্তা ও বন্ধ।
বাংলাদেশের চারদিকে শুধু সিন্ডিকেট
সব কিছু থেকে ও শূণ্য মার্কেট
অভাব অনটনে ফুটো হয়ে যাচ্ছে
গরীব দুঃখী মানুষের পেট।
মানুষের আশা সপ্ন ভেঙে দিচ্ছে
লুটেরার দল লুট করে দেশের সম্পদ।
সময় থাকতে সবাই উঠ জেগে
লুটেরার দল পালিয়ে যাবে ভেগে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি ঃ
মোহাম্মদ হোসেন, সভাপতি, উন্মুক্ত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। ঢাকা, বাংলাদেশ , ১ নং উপদেষ্টা, ঢাকা সাহিত্য পরিষদ প্রধান উপদেষ্টা, মৃত্তিকা বাংলাদেশ, শাহবাগের আড্ডা, জন্ম ঃ জেলা ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা ঃ নবীনগর, গ্রাম ঃ কনিকাড়া, স্থায়ী ঠিকানা, বাড়ি নংঃ ১৩২, রোড নংঃ ০৩, নিকেতন, গুলশান – ১ ঢাকা ১২১২, একজন ঔপন্যাসিক ও কথা সাহিত্যিক