অস্ত গেলে বয়সের রবি

-মোঃ আসাদুজ্জামান আসলাম

≈≈≈≈≈≈≈≈≈≈≈

শুষ্কে যাওয়া লেবু যেমন

রস বের হয় না চিপলে

বুড়ো মানুষ তেমনি ভবে

চর্ম কুঁচকায় বয়সে।

যুদ্ধ যিনি করতেন দেশের

স্বাধীনতা রক্ষায়

তিনি এখন লাঠি হাতে

পথের দিসা দীক্ষায়।

যার তাড়নায় সারা বাড়ি

থাকতো মুখরিত

সে তো এখন শয্যাশায়ী

ডাক্তার সেবারত।

আসমান-জমিন গ্রহ-তারা

যিনি ছিলেন জয়ী

তিনি এখন দু’পা ফেলে

অক্ষম উঠতে সিঁড়ি।

মুখ ভরা যার দাঁতের পাটি

ভাঙতেন লোহা কামড়ে

তরল আহার খাদ্য তাহার

সবই এখন গিলছে।

নারিকেল যে ভাঙতো হাতে

পাথর দেহ বলে

কাগজ ছিঁড়তে ব্যর্থ এখন

গা-কাঁপে থর থরে।

খেলার মাঠে বলকে যিনি

বায়ুশূন্য করতেন

তিনি এখন বয়সের ভারে

পারেনা আর উঠতে।

তপ্ত রোদে সায়র মাঝে

দুর্বার নব্য নাবিক

গড় আয়ু তার শেষ হলেই

চলবেনা আর নির্ভীক।

সময় থাকতে ওহে নবীন

গুছাও তোমার সবই

অস্ত গেলে পারবেনা আর

তোমার বয়সের রবি।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

মোঃ আসাদুজ্জামান আসলাম ২ নভেম্বর ১৯৮৬ সালে বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। পিতা- আবদুল গনি মৃধা,মতা- রাহিমা বেগম।

২০০২ সালে বিবিচিনি নিয়ামতি যুক্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং বিবিচিনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ২০০৪ সালে এইচএসসি পাশ করেন।(২০০৪-০৫) শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গনিত বিভাগে ভর্তি হই।সেখান থেকে বিএসসি অনার্স (সম্মান) এবং মাস্টার্স শেষ করি।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিষয়ে ইএমবিএ ভর্তি হই।ইএমবিএ শেষে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এলসিএস( LCS: Literature and Cultural Studies) এ মাস্টার্সে ভর্তি হই।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*