সভ্যতায় গ্রহণ
-রবি বাঙালি
≡≡≡≡≡≡≡≡≡≡
দিন যামানা বদলে গেছে
বসুন্ধরার বুকে,
বিবেকহীন মানুষেরা
থাকবে ক্যামনে সুখে।
চারিদিকে নাগিনীদের
আজ বিষাক্ত ছোবল,
মানবতার বন্দীদশা
সবল রাহুর কবল।
সভ্যতা আজ পঁচে গেছে
নৈতিকতার যুদ্ধ,
দুর্নীতি আর অনাচারে
ন্যায় বিচার আজ রুদ্ধ।
ভবের মেলায় স্বার্থের খেলা
অবিশ্বাসের ছায়া,
মানব মনে পশুবৃত্তি
নাই রে দয়া মায়া।
ছেলেরা আজ মেয়ে সেজে
ফায়দা লুটে ছলে,
জেন্ডার পাল্টায় জীবন ধারা
হীনরুচির কলে।
মুখোশ পরে সাধু সাজে
মানবতার হুংকার,
কথায় কথায় মানুষ মারে
চাপাবাজী টঙ্ককার।
পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদ
গিলে খাচ্ছে ধরা,
লোভ লালসা হিংসা বিদ্বেষ
দিচ্ছে তারা ছড়া।
বিশ্ব জুড়ে যুদ্ধের খেলা
বাতাসে লাশের গন্ধ,
ধর্মের প্রাচীর শোষণ নীতি
ক্ষমতার মোহ অন্ধ।
সভ্যতায় আজ লাগছে গ্রহণ
গ্রাসে গহীন কালো,
জ্ঞানী গুণীর মুখে তালা
কে জ্বালাবে আলো?
প্রীতি প্রেমের হায় রে খড়া
হৃদয় ঈর্ষা ভরা,
কারো ভালো কেউ চাহে না
কাঁদছে আজি ধরা।
সৃষ্টি জগৎ স্বর্গ সম
মানব পরের তরে,
সুখ যে থাকে মানব মাঝে
ভালোবাসার দোরে।
আঁধার শেষে পুব আকাশে
উঠবে অরুণ হাসি
শান্তি মাঙি দয়াল প্রভু
তোমার আশায় আছি।
≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি :
রবি বাঙালি। প্রকৃত নাম মো. রবিউল আউয়াল। মোছা. হাজেরা খাতুন ও মো. তছলিম উদ্দিন দম্পতির ঘর আলো করে ১৯৭৫ সালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অন্তর্গত নিতাইনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।বগুড়ার সান্তাহার এস এম আই একাডেমি হতে ১৯৯২ সালে এস এস সি, চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজ হতে ১৯৯৪ সালে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হতে যথাক্রমে বিএ অনার্স ও এমএ( দর্শন) ডিগ্রি ১৯৯৭ ও ১৯৯৮ সালে কৃতিত্বের সাথে অর্জন করেন। ২০০৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস এর ২৪ ব্যাচের একজন শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি কলেজে যোগদানের মাধ্যমে অধ্যাপনা শুরু হয়।তিনি নিতাইনগর হাজেরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা। তিনি একাডেমিক ও গবেষণামূলক বহু গ্রন্থ প্রণেতা।তিনি প্রবন্ধ, গল্প,কবিতা, ছড়া, ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখেন যা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত হয়। এছাড়াও তিনি হাজেরা ফাউন্ডেশন এর মূখপত্র ‘ লিটারেচার রিভিউ ‘ শীর্ষক জার্নালের সম্পাদনা করেন।বর্তমানে তিনি পীরগঞ্জ সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।