দীর্ঘ ৩৮ বছর

-তনুশ্রী বসু (পাত্র)

∞∞∞∞∞∞∞∞∞

আমি ক্লান্ত হইনি, তুমি কি হয়েছো ? হওনি আশাকরি,

কত দিন, কত বছর পার হয়ে গেলো, পার হলো কত বিভাবরী।

দিনান্তের সূর্য প্রশ্ন করে হাঁসি, তোমরা সুখী তো নবদম্পতি?

প্রশ্ন করি মনকে, মন তুমি বলো আমরা কি সুখী অতি ?

ভালো লাগা ভালোবাসা একে অন্যের পরিপূরক,

হাঁসি কান্না, আলো আঁধার, এইতো জীবনের বাঁধা ছক ।

সেদিনের সেই খেলাঘর, আজ বড় কঠিন বাস্তব বড় বিচিত্র

এখানে প্রতিদিন প্রতিনিয়ত পরিবর্তন হয়, যায় আসে শত্রু মিত্র।

জীবন তো এক বহুমূল্য বইয়ের মত আনন্দের সম্পদ সবার।

করো কাছে পাতাঝরা শীতের মত করো হয় বসন্তের বাহার।

স্মৃতির খাতা রোমন্থন করলে হাঁসি কান্না সবই মনেপড়ে যায়,

জানিনা আরো কত বছর কাটবে এই ধরাধামে কত বসন্তের

হবে বিদায়।

যাই হোক, আনন্দে থাকতে চাই, প্রাণ খুলে হাঁসতে চাই সবাই

সুখে থাকো ভালো থেকো, কোরনা পালাই পালাই ।

তুমি আছ, আমি আছি, আছে সবই, মনের দরজা খুলে দাও

জীবন থেকেই জীবন দর্শন হয়, তাই জীবন থেকেই শিক্ষা নাও।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:-

সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*