কবিতায় জান এসে পুরস্কার ঝোলায়

-রানা জামান

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

নজরে নজর লেগে হৃদয়ের বারো বাজে

সাক্ষী দিচ্ছে ভূত

চাষাবাদে মেধা ঢেলে দিলে ফলে

নাদুসনুদুস একাধিক পুত

কাকের প্যাচালে কানের পর্দায় তুফান এলেও

বাসা নির্মাণের নিপুনতা ছক্কা

ডানায় বাতাস লেগে গেলে দূর ভ্রমণে বিন্দাস

অনেকের ধরে পাড় ভাঙা যক্ষা

কবিতায় জান এসে পুরস্কার ঝোলায় কোকিল

সাত সমুদ্দুর লুটায় পায়ের তলায়

পঙ্খিরাজ ধায় মঙ্গলের গাত্রে ফাগুনের ঘ্রাণে

রক্তে মিশে ভাব গলায় গলায়

পেছনে থাকুক নাড়ীর নয়ন আঁখি বিস্ফারিত

হয়তোবা কারো হৃদয়ের রোগ

সম্পর্কের ডোর কখনো বিচ্ছিন্ন কখনোবা বেড়ে

নতুন মাত্রায় মনোরম ভোগ

অঙ্ক পঙ্কে পড়ে গেলে কালো বক কিংবা ধলা বক

হারায় পরাণ পথে ঘাটে নিত্য

মিলে গেলে নদী সাগরের কোলে চন্দ্রপুকুরের

উচ্ছলতা দেখে শান্তি পায় চিত্ত।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি-

রানা জামান; জন্ম: ১৫/০২/১৯৬০ খৃস্টাব্দ; নিজ জেলা: কিশোরগঞ্জ।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; এ যাবৎ প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৭;লেখার ধরন: গল্প, কবিতা, ছড়া,গান, উপন্যাস, ইত্যাদি। ইংরেজিতেও কবিতা লিখছেন।বিদেশে বিভিন্ন এন্থলোজি ও ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। ২০২৩ খৃস্টাব্দে কলকাতার পত্রপাঠ প্রকাশনী থেকে ‘নেপথ্য কাহিনি’ নামে একটি মুক্তিযুদ্ধের গল্পের বই প্রকাশিত হয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*