হৃদয়
-রীনা
∼∼∼∼∼∼∼∼∼
বেঁচে থাকা টা হয়ে যেত
অর্থহীন
হয়তো বা, তুমি হীন।
সুলক্ষন জোনাক হয়ে
আলো ছড়ালে সীমাহীন।
প্রনয়ের শিহরণ জাগালে
হৃদয় আঙ্গিনায়,
এর কোন বিনিময় মূল্য
দেবার মতো,
সামর্থ্য নাই হৃদয়।
অন্তরে অন্তস্থল হতে
প্রার্থনা রইবে যে সর্বময়,
সাফল্যের চূড়ায়
সে যেন পৌঁছায়।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি –
আমি রিনা। ২০০৪ সাল থেকে লেখালেখি শুরু। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার বিশেষ পাতায় লেখা প্রকাশিত হয়েছে বহুবার।ঢাকাও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লিটেল ম্যাগে লেখা প্রকাশিত হয়ে বহুবার।”অরন্য” নামের লিটেল ম্যাগ সম্পাদনা করেছি।
জীবন গল্প নামে একটি উপন্যাস ২০০৭ সালে প্রকাশিত হয়েছে। এছাড়া যৌথ উদ্যোগে কবিতার বই প্রকাশ পেয়েছে। সংসার জীবনে প্রবেশের পর লেখালেখি থেকে বিরত ছিলাম দীর্ঘ দিন। সাহিত্যর প্রতি ভালোবাসাটা ভুলতে পারি নাই। তাই আবার ও লিখছি। ওয়েব সাইটে লেখা, লিখছি। বর্তমান আমি গৃহিণী ও এক সন্তানের জননী।