ফিরে এসো এইবার
-পুষ্পিকা সমাদ্দার
∞∞∞∞∞∞∞∞
ফিরে এসো সব ভুলে কোথায়
গিয়েছো তুমি চলে,
তোমার বিহনে মন আমার
কতই না কথা বলে।
তুমি বিনা শূন্য দেখি
দশদিক যে আমি,
তুমি আছো আমার হৃদয়
জুড়ে অনেক খানি।
তোমার বিহরে পাগল হয়ে
প্রেমের পঙক্তি মালা গাঁথি
তুমি আসবে না জেনেও
তোমার তরে আমার দ্বারে
জল আসন পাতি।
মান অভিমান ভেঙে নিমিশে
এসো এবার চলে,
দূরত্বে মন যে মানে না
যাচ্ছে জীবন জ্বলে।
শেষ জীবনে বাঁধব এবার
সুন্দর এক বাসা,
মননে আছে আমার
বিরাট এই আশা।
থেকো না আর দূরে সরে
আসতে হবে এইবার ঘরে,
তোমার কি আমার কথা
একবারও মনে না পড়ে?
∞∞∞∞∞∞∞∞
কবিপরিচিতি:–
আমি পুষ্পিকা সমাদ্দার শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সামান্য গৃহবধূ কলকাতা নাকতলা অঞ্চলের নিবাসী, শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজারে সাহিত্যের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত লেখালেখি সাথে সঙ্গীতচর্চা ও সমাজ সেবার সাথে নিযুক্ত আছি।