ভালো না থাকা
-সেলিম আলতাফ
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
মাঝে মাঝে মন
ভালো না থাকা ভালো-
জীবনকে অন্যরকম চেনা যায়,
করা যায় অস্ফুট আবহে উপভোগ।
মাঝে মাঝে মন
ভালো না থাকা ভালো-
কারা কারা সেসময় খোঁজ নেয়,
সতেজ ছোঁয়া দেয় সেসব বোঝা যায়।
মাঝে মাঝে মন
ভালো না থাকা ভালো-
তখন নদী ফুল আকাশ হয় সঙ্গী,
কেবল তাদের কাছে থাকতে ইচ্ছে হয়।
মাঝে মাঝে মন
ভালো না থাকা ভালো-
প্রিয়তা শহরে অবিন্যস্ত হাঁটা হয়,
দেখে ভালো লাগে তার অপরূপ মাধুর্য।
মাঝে মাঝে মন
ভালো না থাকা ভালো-
তখন কৌটো খুলে বেরয় চা-পাতা,
আয়েশ চুমুক চলে মজাদার মশলা স্বাদ।
মাঝে মাঝে মন
ভালো না থাকা ভালো-
তখন পার্থক্য অনুমেয় হয় শতভাগ,
অনুভবে আস্বাদ হয় মন ভালোর স্বরূপ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
সেলিম আলতাফ, খালিশপুর, খুলনা