পাহাড় তলে আগুন জ্বলে

-জিরাফত হোসেন

≈≈≈≈≈≈≈≈≈

পাহাড় তলে আগুন জ্বলে

আমরা কি তা জানি

তপ্ত লাভা শীতল হয়ে

সৃষ্টি করে পানি।

পানি থেকে ফেণা সৃষ্টি

ফেণায় হয় যে‌ মাটি

মানব কুলে মাটির উপর

তৈরি করে বাটি ।

কামারশালায় হাপর মুখে

লোহায় আগুন ঝরে

ফালে ঘষে মাটি চষে

জমি উর্বর করে।

কৃষি জমি বন বনানী

ভরে ফলে ফুলে

সাগর জলে ডুব দিয়ে

মানুষ মুক্ত তুলে ।

জ্বালামুখে গরম জলে

প্রাণের সঞ্চার ঘটে

মন আনন্দে প্রাণী কুলে

জগত ভরে তটে ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

জিরাফত হোসেন পিতা -কফিরুদ্দিন সেখ গ্রাম-নতুন কাশিপুর থানা-রেজিনগর জেলা –মুর্শিদাবাদ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*