ঝড়ের পাখি
-সিরাজুল ইসলাম মোল্লা
∞∞∞∞∞∞∞∞∞
সখা সখী মিলে মগডালে বাঁধে বাসা তৃণে,
আকর্ষিক ঝড়ে ভাঙ্গে বাসা ঝড়ের দিনে।
নীড় হারা ঝড়ের পাখি নীড় খুঁজে না পায়,
অসহায় ক্ষুধার্ত চোখে বারেক ফিরে চায়।
ডানার উপর করে ভর নব নীড়ের সন্ধানে,
মেঘে ঢাকা আকাশ যাবে খগ কোনখানে।
হয়ে যায় নীড়হারা সাথীহারা ঝড়ের পাখি,
যায় ডাকি বনে, মন আকাশ খোলা রাখি।
মায়া ভরা ছায়া ঘেরা মুক্ত আকাশের নীচে,
ছিল এতদিন মিলে উভয়ে উভয়ের পিছে।
ছিল ছোট্ট ছোট্ট আশা বাঁধান সুখের বাসা,
সহসা ঝড়ে এলোমেলো, নাই আজ আশা।
কোথা আজ একাকী নিঃসঙ্গ জীবনে ঠাঁয়,
জানে না হলো কী নবযাত্রা দূর অজানায়!
দিগন্ত জুড়ে প্রকৃতির বুকে নামে শোকার্ত,
কে শোনে কার সঙ্গীহারা বুকফাটা চাপার্ত।
চারিপাশ ঘুরে ফিরে সঙ্গ খুঁজে আঁখিজল,
নেই আশা নেই ভাষা নেই উদ্যম মনোবল।
প্রাণের স্পন্দনে প্রয়োজনে সব ভুলে যায়,
ঝড়ের পাখি গড়ে সমাধি মনের সীমানায়।
ঝড়ের পাখির মতো জীবনে বহে কত ঝড়,
ভুলে ঝড় বাঁচি আপনার ডানায় করে ভর।
চলতে হবে প্রকৃতির সাথে দিগন্ত আকড়ে,
তব অসহায় নিঃসঙ্গ জীবনে সারথী করে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।