স্বাধীনতা
-দেবব্রত মাজী
∼∼∼∼∼∼∼∼∼∼∼
একটি রুটি জুটেছে সকালে
সাথে কিছু নেই,
এবার পাবো আবার বিকালে
কাটে তাই সেই।
জানে যোগমায়া সব কিছু
তবু আসা চাই,
কাপড়ে লাগবে তালি পিছু
ভাবছি মনে তাই।
আসে মহামায়া প্রতি বছর
দেখে ধরা ধামে,
মানছে তাই সবার পরব
বের হচ্ছে ঘামে।
দিন যায় রাত আসে
কাটে তবু ভালো,
চাইলে কিছু আশে পাশে
মুখ করে কালো।
মনে মনে ভাবি সদাই
জন্ম কেন হলো,
নেই কি মোর স্বাধীনতা
তুমি মা বলো?
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:
আন্তর্জাতিক বিশিষ্ঠ কবি ও সহিত্যিক দেবব্রত মাজী অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ৪৬ তম কোলকাতা আন্তর্জাতিক বই মেলায় ৬০ টির অধিক সংকলনে নিজেকে তুলে ধরেন এবং এখন সংখ্যাটা ১৪৫ ছুঁয়ে ফেলেছেন। অনলাইন পত্রিকা থেকে ৫০০৫ টির বেশী সন্মাননা পেয়েছেন। তিনি ভারত গৌরব সন্তান সন্মাননা, আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংহতি সন্মান, দুই বাংলার কবিরত্ন সন্মান, শরৎ সাহিত্য রত্ন সন্মান এবং বাংলার শিক্ষা গৌরব সম্মানে সম্মানিত, আন্তর্জাতিক কবিরত্ন সন্মান এবং পাঁচটি বর্ষসেরা সাহিত্য সন্মানে ভূষিত হয়েছেন। বর্তমান ৪৭ তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় ২২ টির অধিক সংকলনে তাহার কবিতা প্রকাশিত হয়েছে। কর্মজীবনে ৬০টি সন্মাননার মধ্যে ছয়টি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে তাহাকে বর্নাঢ্য সহকারে সন্মানিত করা হয়েছে। সম্প্রতি আলোর দিশা সাহিত্য পত্রিকার বার্ষিক ২০২৩ অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেছেন।
আমি ধন্য ও আপ্লুত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় পরিবারকে আমার কবিতাটি প্রকাশিত করার জন্য। কবিতাটি সমাজের স্বরূপ উপস্থাপনা করতে সক্ষম হয়েছে। পাঠকদের অনুরোধ রইলো কবিতাটি পড়ে মতামত জানান।