ফাগুনের ধূসর বনে
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞
(কবিতাটি কবিতার পাতার সভাপতি জনাব জাকির হোসেনকে উৎসর্গিত হল:)
ঝরে যাবার সময় হয় ফাগুনে,
আবার ফাগুনেই গন্ধ বিকশিত হয় বনে।
দিগন্তে ছুটে চলে মহুয়তা-
পুষ্প গুঞ্জরিত হয় মৌ’বনে।
স্বাদ নিই, মুগ্ধ-আবেশিত মন চঞ্চল প্রেমে।
মনকুঞ্জে বহে ঝড়,
আবেশ ছড়ায়, আবেশিত পাগল চোখ
তৃষ্ণা মেটাই বাহর চোখে।
পথ ভ্রষ্ট চোখ, চোখ খোঁজে আরো কিছু।
তৃষ্ণা মেটে না, মেটে না’ ক্ষুধা,
মিটবে কি চোখের ক্ষুধা-তৃষ্ণা কখনো ?
না’কি ফাগুনের জাল বুনবে আবার বাহর চোখে!
মনেরও একটা বন আছে, আছে চোখ,
আছে তৃষ্ণা, সেখানেও ফুল ফোটে।
ঝড় বহে কখনো, প্রিয়-প্রিয়ার মুখ ভেসে ওঠে,
না পাওয়া না পারার গুঞ্জন গুলি কাঁদায় আমায়,
ফাগুনের ধূসর বনে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
পেশা চাকুরী, অবসরের প্রস্তুতি চলছে। ১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া, পৌরসভা, ঠাকুরগাঁও সদর।
না আমি কোন সেই রকম মানুষ নই যে, আমাকে কেউ তার মনের মাধুরী দিয়ে লেখা উৎসর্গ করতে পারে। এর পূর্বেও ভারতের কবি বন্ধু পঙ্কজ দত্ত আমি যখন আমার মা ও ছোট ভাইয়ের মৃত্যুতে মানসিক অবসাদে ভুগছিলাম তখন আমকে উজ্জীবিত করার জন্য তার লেখা উৎসর্গ করেছিলেন। আজ আবার যখন আমি অসুস্থ্য হয়ে মানসিক অবসাদে ভুগছি তখন সুহৃদ কবি মীর সেকান্দার আলী খোকা “ফাগুনের ধূসর বনে” তার লেখনিতে সুন্দর কাব্যিক শব্দ চয়নের মধ্য দিয়ে কবিতাটি বেশ পাকা হাতের লেখার পূর্বাভাষ দিয়েছেন। তার লেখা ছড়িয়ে পড়ুক বাংলা সাহিত্যের সকল জায়গায় এই প্রত্যাশা করছি।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন,
সভাপতি,
কবিতার পাতা
তারিখ- ১৪/০২/২০২৪