২৪শে বইমেলা
-আব্দুস সাত্তার সুমন
≈≈≈≈≈≈≈≈≈≈≈
অনীহা ছিল অনেক কিছু
লেখা রপ্ত বিহীন,
নিজের বইয়ের গঠন হবে
চিন্তা ছাড়া গহীন।
পদার্পনে ছিল আমার
গুণীজনের দেখা,
প্রথম হতেই ভালো কিছু
জমাকৃত লেখা।
হাতি খড়ি শিক্ষক সবই
জানার আনেক বাকি,
আগাম দিনটি পরে আছে
নতুন করে আঁকি।
২৪শে দিয়েছে আমায়
নিতে তিনি পারেন!
অহংকারের পতন যেন
কলব থেকে সরেন।
রেখে যাব সবার জন্য
চলে যাব আমি,
চৌদ্দপুরুষ মনে করবে
কলম আমার দামি।
বইমেলাতে অংশগ্রহণ
স্বপ্ন আমার চলো,
ভালো মানুষ আনাগোনায়
সাথী আমার হলো।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা, গল্প সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস রত আছেন।